০২ জুন ২০২৪, রবিবার



ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলিবন্দর

দিনাজপুর প্রতিনিধি || ০৬ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম
ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলিবন্দর


ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল ) পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীরা হিলি বন্দর দিয়ে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার নিয়েছেন। তাই এই ৬ দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৫ এপ্রিল ) থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি।

এদিকে, হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’



আরো পড়ুন