২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মিশুক

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম
চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মিশুক


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচেন বিনা প্রতিদ্বন্ধিতায় যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট। এরপর বিকাল ৫টায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি নিয়মিত জাতীয় ও অনলাইন পত্রিকাগুলোতে কলাম লিখে থাকেন। জাতীয় ও আন্তর্জাতিক সম-সাময়িক ইস্যুতে তার লেখা ১৩০টির বেশ কলাম ইতোমধ্যেই পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে।

চুয়েট শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে মো. শাহ জালাল মিশুক তার চাকরির শুরু থেকেই ছিলেন বেশ সোচ্চার। পাশাপাশি তিনি ২০১৬-১৭ মেয়াদে চুয়েট শিক্ষক সমিতির প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১৮-১৯ মেয়াদে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 কলাম লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. শাহ জালাল মিশুক চুয়েট শিক্ষক সমিতিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায়, চুয়েট ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন