১৯ মে ২০২৪, রবিবার



টাইগার বোলিং তোপে ধুঁকছে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || ২৮ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
টাইগার বোলিং তোপে ধুঁকছে নেদারল্যান্ডস


ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে দলীয় শতক পূরণের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে নেদারল্যান্ডস। শুরুর চাপ সামলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ডাচরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১৪০ রান। কিজে স্কট এডওয়ার্ডস ৬৬ বলে ৪০ রানে ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৪ বলে ২২ রানে ব্যাট করছেন।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ এবং বিক্রমজিৎ সিং। 

ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারে বিক্রমজিৎকে ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারেই ম্যাক্স ও’দৌদকে তানজিদের তালুবন্দী করেন শরিফুল।

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। তবে দলীয় চাপ সামলে উয়েসলি বারেসির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। তবে ফিফটির পথে থাকা বারেসিকে সাজঘরের পথ দেখিয়েছেন মুস্তাফিজ। আউট হওয়ার আগে ৪১ রান করেন তিনি।

তার বিদায়ে বাইশ গজে এসেছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাকে সঙ্গে দিতে ব্যর্থ হয়ে সাকিবের ঘূর্ণিতে কাটা পড়েন কলিন অ্যাকারম্যান। 

এরপর বাইশ গজে আসেন বাস ডি লিড। তিনিও এদিন ব্যাট হাতে সফল হতে পারিননি। টাইগার বোলিং তোপে ৩২ বলে ১৭ রান করে ফিরেন তিনি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দৌদ, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), উয়েসলি বারেসি, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন