পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ৩ বস্তা চিংড়ির শুঁটকি, নৌকা ও জাল ফেলে পালিয়েছেন ৬ জেলে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালী খালে এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় পালিয়ে যাওয়া জেলেদের ৪টি টোনাজাল ও ৩টি নৌকা ও তিন বস্তা চিংড়ির শুঁটকি জব্দ করেছে বনবিভাগ। তবে বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত জেলেদের আটক করতে পারেনি তারা।
মাহবুব হাসান জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুঁটকি ফেলে গহীন বনে পালিয়ে যান। ৩টি নৌকায় ৬ জন অসাধু জেলে ছিলেন। তাদের কাউকে ধরা সম্ভব হয়নি। তবে নৌকা থেকে ৩ বস্তা শুঁটকি মাছ জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ শুঁটকি এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বাপ্পা/এইচ