২৯ জুন ২০২৪, শনিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

পবিত্র রমজানে ভিসতা পণ্যে ‘স্বপ্ন’ দিচ্ছে ১৫ শতাংশ মূল্য ছাড়

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম
পবিত্র রমজানে ভিসতা পণ্যে ‘স্বপ্ন’ দিচ্ছে ১৫ শতাংশ মূল্য ছাড়


পবিত্র রমজানে চলছে ভিসতা পণ্যের ওপর ১৫% মূল্য ছাড়। এই ছাড় পাওয়া যাচ্ছে স্বপ্ন সুপার সপের ফ্লাগশিপ আউটলেটগুলোয়। এছাড়া পাওয়া যাচ্ছে ভিসতার অনলাইন প্ল্যাটফর্ম  ফেসবুক পেজ ওয়েবসাইটেও। 

স্বপ্ন সুপারসপের যে-সব ফ্লাগশিপ আউটলেটে ১৫% মূল্য ছাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো হলো: স্বপ্ন সুপারশপের ফ্লাগশিপ আউটলেট উত্তরা ৩, উত্তরা ১১, উত্তরা আজমপুর, বনানী, গুলশান ১, গুলশান ২, বসুন্ধরা, গুলশান, মিরপুর ১, মিরপুর ১০, শ্যামলী, শেওরাপাড়া, ওয়ারি, বাসাবো, চট্টগ্রাম কুলশি। 

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদনের সাথে হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স ও এসি তৈরির নতুন প্রজেক্টে বিনিয়োগ করেছে ভিসতা। এইচভ্যাক (চিলার, ভিআরএফ, ভিআরভি এসিসহ) প্রজেক্টে ইতিমধ্যে ভাল অবস্থান তৈরি করেছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া অ্যান্ড্রয়েড প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিক্যাল ডিসপ্লে, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত প্রক্রিয়াকরনেও ভিসতা কাজ করছে।




আরো পড়ুন