২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



বিপিএলে চ্যাম্পিয়ন দলসহ কে কত টাকা পেলো

ক্রীড়া ডেস্ক || ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ এএম
বিপিএলে চ্যাম্পিয়ন দলসহ কে কত টাকা পেলো


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নেমেছে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তুজার সিলেট হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয় কুমিল্লা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে সিলেট স্ট্রাইকার্স করে ১৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ৪ বল হাতে রেখেই জিতে যায় কুমিল্লা। 

এদিকে, চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। ফাইনালে হেরে সিলেট ১ কোটি টাকা পেয়েছে। ফাইনালের সেরা খেলোয়াড় পেয়েছেন পাঁচ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার তিন লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পেলেন পাঁচ লাখ টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্টকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫, ২০১৯ ও ২০২২ এরপর এবারের (২০২৩) আসরেও চ্যাম্পিয়ন হয়েছে নাফিসা কামালের দল।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন