১৯ মে ২০২৪, রবিবার



‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’

বেনজির আবরার || ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৩১ পিএম
‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’


বিখ্যাত গান ‌‘আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি’ এর খুবই জনপ্রিয় একটি লাইন ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’। তরুণদের মধ্যে সেই স্বপ্নকে বড় করে দেখার উৎসাহ বাড়াতে দক্ষতা উন্নয়নের সংগঠন এক্সিলেন্স বাংলাদেশ আয়োজন করে একটি আত্ম উন্নয়নমূলক অনুষ্ঠান। 

শনিবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন ডিএমপির গুলশান বিভাগের (ক্যান্টনমেন্ট জোন) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম। স্বপ্নগুলোকে দৃঢ় করবার আয়োজনটিতে দেশের নানা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

এক্সিলেন্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরার স্বাগত বক্তব্য দেন। অতিথি ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর এবং এডমিন লায়লা নাজনীন, দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মোহাম্মাদ আলম, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সিইও সৈয়দ উছওয়াত ইমাম, সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সেহেলী আজিজ মৌ, শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার শিল্পীসহ অনেক গুণীজন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিলেন্স বাংলাদেশের ট্যালেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হাসান মাহমুদ সম্রাট। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নুরতাজ অনলাইন শপিং, এসএসবি লেদার, আইএমআইসি, এক্সপ্রেস ইন টাউন লিমিটেড।

এসময় প্রধান অতিথি ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘স্বপ্নকে অন্যের হাতে ছেড়ে দিলে সেই স্বপ্ন বাস্তবে রূপদান কঠিন।’ তিনি তার একাডেমিক এবং বর্তমান নানা অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন