২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

শেখ হাসিনার দেশ পরিচালনার স্বীকৃতি জাতিসংঘেও: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ১৮ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
শেখ হাসিনার দেশ পরিচালনার স্বীকৃতি জাতিসংঘেও: তথ্যমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনার  কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা জাতিসংঘে ‘দ্য  শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ শিরোনামে প্রস্তাব হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজকে জাতিসংঘ  শেখ হাসিনার প্রশংসা করে। তার সরকার পরিচালনার ধরন ও জনগণের জন্য তার যে কাজ, এটিকে জাতিসংঘও স্বীকৃতি দেয়।’ বৃহস্পতিবার    (১৮ মে) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের  সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘‘জাতিসংঘে ১৬ তারিখে যখন ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ প্রস্তাবটি পাস হয়েছে, তখন আমাদের এখানে ১৭ তারিখ অর্থাৎ কাকতালীয়ভাবে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বিশ্বের ৭১টি দেশ বাংলাদেশের সঙ্গে এই প্রস্তাব কো-স্পন্সর করেছে, যা জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘মোখা’র মতো রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় আসছে, এই বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আশ্চর্যের বিষয়, একটি প্রাকৃতিক ঘূর্ণিঝড় আমাদের দেশের উপকূলে আঘাত হানার পূর্বক্ষণে মানুষ যখন আতঙ্কিত-শঙ্কিত, মানুষ যখন জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সে সময় কোথায় ‘মোখা’ যেন আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে জন্য মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেটি না করে বরং  এই ঝড়কে রাজনীতির সঙ্গে মেলানো ও উপহাস করা একজন রাজনীতিবিদের সাজে না।’ 

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সব কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে।  এখন যেহেতু প্রয়োজন জঙ্গি নাই। তাই বাড়তি নিরাপত্তার প্রয়োজনও নাই। তাই বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এটাও সুস্পষ্ট করেছেন, কেউ যদি বাড়তি নিরাপত্তা সরকারের কাছে চায় এবং সে জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে, তাদের সেটি দেওয়া যেতে পারে। আর এ ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে সম্পর্কের কোনো বিষয় নেই, এটি রুটিন ওয়ার্ক।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন