১৯ মে ২০২৪, রবিবার



একদিন বন্ধের পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম
একদিন বন্ধের পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু


পবিত্র শবেবরাতের সরকারি ছুটিতে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত তথ্যটি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন, ‘গতকাল সোমবার পবিত্র শবেবরাতের সরকারি ছুটি ছিল। এ জন্য গতকাল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।  আজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি।’

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল জানান, গতকাল সোমবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

ঢাকা বিজনেস/বুলু/



আরো পড়ুন