১৯ মে ২০২৪, রবিবার



আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার || ২৮ মে, ২০২৩, ০২:০৫ পিএম
আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা


সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ৭২ ঘণ্টা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়ায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬৩ মিলিমিটার (মিমি)।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন