২৬ জুন ২০২৪, বুধবার



১২ হাজার ১৩৫ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
১২ হাজার ১৩৫ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক


অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিকভাবে টেকসই দেশ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে পাঁচটি ঋণচুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ৫ চুক্তির আওতায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার(১২ হাজার ১৩৫ কোটি ৭১ লাখ টাকা) ঋণ দিবে বিশ্বব্যাংক।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরীফা খান ও বিশ্বব্যাংকের আবাসিক প্রধান আবদৌলায়ে সেক চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পাঁচ চুক্তির আওতায় প্রাপ্ত ঋণের অর্থ শিশুর শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষাখাত, নদীর তীর সুরক্ষা ও নাব্যতা বাড়ানো ও শহরে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও গ্যাস বিতরণ দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের আবাসিক প্রধান আবদৌলায়ে সেক বলেন, এসব প্রকল্প বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম করে তোলা এবং ভবিষ্যতের জন্য শিশুদেরকে যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন