২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কানাডা সিনেটের সালমা আতাউল্লাজান

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কানাডা সিনেটের সালমা আতাউল্লাজান


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী  প্রশংসা করেছেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ার সালমা আতাউল্লাজান। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কানাডা সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুেদর সঙ্গে বৈঠকে সিনেটর আতাউল্লাজান এই কথা বলেন।

সিনেটর বাংলাদেশ সফরগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশটি আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে নারী ক্ষমতায়ন, জনসংখ্যাবৃদ্ধি নিয়ন্ত্রণ, মৌলবাদ-জঙ্গিবাদ দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনে যে সাফল্য দেখিয়েছে তা অনন্য।’

প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দানের জন্যও তিনি শেখ হাসিনার প্রশংসা করেন ও শরণার্থীদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে ঐক্যমত পোষণ করেন। 

তথ্যমন্ত্রী তার কাছে বাংলাদেশের এই উন্নয়ন-অগ্রগতির ধারা বজায় রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। সিনেটর আতাউল্লাজান মন্ত্রীকে জানান, আগামী বছরের প্রথমভাগেই তার আবার বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। 

এর আগে কানাডা পার্লামেন্টের ইমিগ্রেশন এবং নাগরিকত্ব বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপার্সন সালমা জাহিদ এমপি'র সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

টরেন্টোর স্কেয়ারবরো এলাকায় তার আবাসিক অফিসে এ বৈঠকে মন্ত্রী  বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা অফিস ঢাকায় স্থানান্তর ও বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডার স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমে (এসডিএস) অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। 

এমপি সালমা জাহিদ এ বিষয়ে তার উদ্যোগের কথা জানিয়ে বলেন, ‘ইতোমধ্যেই কানাডার ইমিগ্রেশন মন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছেন ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় দু'দেশের বাণিজ্য এ যাবৎকালের শীর্ষে থাকার বিষয়ে সন্তোষ প্রকাশ ও পাশাপাশি বাংলাদেশে কানাডীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য 'ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট' স্বাক্ষরের বিষয়টি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তারা। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন