২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সেরা ষোলোতে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি || ২৫ মে, ২০২৪, ১২:০৫ পিএম
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সেরা ষোলোতে নোবিপ্রবি


বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’-এ সেরা ১৬-তে স্থান করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের বিতার্কিক দল।  শুক্রবার (২৪ মে) ঢাকার রামপুরায় বিটিভি কেন্দ্রে আয়োজিত প্রতিযোগিতার ২য় পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের বিতার্কিক দলকে হারিয়ে এই স্থান অর্জন করে দলটি। 

 ধারাবাহিকতা বজায় রেখে এবারও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ভাষা শহীদ আব্দুস সালাম হলের বিতার্কিক তুর্জয় চৌধুরী।

সারা বাংলাদেশ থেকে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮০ বিতার্কিক দল নিয়ে শুরু হয় ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’। এর আগে গত ১০ মে প্রতিযোগিতার ১ম রাউন্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হলকে হারিয়ে  বিজয়ী হয় ভাষা শহীদ আব্দুস সালাম হলের বিতার্কিক দলটি। 

ভাষা শহীদ আব্দুস সালাম হলের বিতার্কিক দলের বিতর্কিকরা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম, তুর্জয় চৌধুরী ও মাহমুদুল হাসান।



আরো পড়ুন