১৮ মে ২০২৪, শনিবার



একদিন বন্ধের পর ফের চালু হিলিবন্দর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
একদিন বন্ধের পর ফের চালু হিলিবন্দর


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় একদিন  (৭ জানুয়ারি) বন্ধ ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দর। এরপর যথারীতি সোমবার ( ৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিল হোসেন চলন্ত বলেন, ‘গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ জন্য ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।’ তিনি আরও বলেন, ‘১ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।’

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আশরাফুল আলম  ঢাকা বিজনেসকে বলেন, ‘গতকাল রোববার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/এনই



আরো পড়ুন