০৫ জুলাই ২০২৪, শুক্রবার



হিলিতে কমতে শুরু করেছে সবজির দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২ পিএম
হিলিতে কমতে শুরু করেছে সবজির দাম


দিনাজপুরের হিলিতে ৩ দিনের ব্যবধানে আলু, পেঁয়াজ, ফুলকপি, বাধাকপিসহ সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। এদিন বাজারে প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ২ দিন আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রতিকেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শনিবার প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। ৯০ টাকা কেজির দেশি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। শনিবার (৩০ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) হিলি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। 

সবজি কিনতে আসা মো. জাকির হোসেন বলেন, আজ একটু বাজার করে স্বস্তি পেলাম। ২ দিন আগে ১ কেজি আলু কিনেছিলাম। ৬০ টাকা দিয়ে । আজ শনিবার কিনালম ৪০ টাকা দিয়ে। কেজি ২০ টাকা কম। শিমের দামও কমেছে। ৮০ টাকা কেজির শিম এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এভাবে প্রতিটি সবজির দামই কমেছে।’

আরেক সবজি ক্রেতা মো. জামিরুল ইসলাম বলেন, ‘কাঁচা বাজারে সব পণ্যের দামই কিছুটা কমেছে। ৯০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। ২ দিন আগে বেগুনের দাম উঠেছিল ৫০ টাকায়। আজ কিনলাম ৩০ টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি, বাধাকপির দাম কমেছে। তবে আরও একটু কমলে ভাল হতো। সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসতো।’

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা এসব সবজি বাহির থেকে কিনে এনে হিলিতে বিক্রি করি। মোকামে যখন যে দাম যায়। তার সঙ্গে পরিবহন খরচ, লেবার খরচ বাদ দিয়ে হয়তো কেজিতে ৫ টাকা লাভ রেখে বিক্রি করি। ২ দিন আগে মোকামেই প্রতিকেজি আলু কিনতে হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি। আর আমরা খরচ বাদ দিয়ে বিক্রি করি ৫৫ থেকে ৬০ টাকা কেজি। এখন মোকামে ৩২ থেকে ৩৫ টাকা কেজি কিনে খরচ বাদ দিয়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। একই অবস্থা পেঁয়াজ, বেগুন, ফুলকপি, বাধাকপির ক্ষেত্রেও।’ 

সাদ্দাম হোসেন বলেন, ‘এখনতো শীতকালিন সবজির মৌসুম। দাম কম থাকার কথা। শীতের কারণে হয়তো কৃষকেরা জমি থেকে সবজির কম তুলছেন। তবে আগামী দিনে শীতকালিন সবজির দাম আরও কমে আসতে পারে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন