২৬ জুন ২০২৪, বুধবার



শেয়ারবাজার: সূচকের উত্থানে শুরু লেনদেন

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ মে, ২০২৪, ১১:০৫ এএম
শেয়ারবাজার: সূচকের উত্থানে শুরু লেনদেন


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র বলছে, রোববার বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৮ টির, দর কমেছে ৬৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৫৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকা।



আরো পড়ুন