০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান মুক্তিযুদ্ধ মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা || ১৮ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান মুক্তিযুদ্ধ মন্ত্রী


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‌‘সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের ও রাষ্ট্রের ভালো-মন্দ, সত্য-মিথ্যা, উন্নয়নসহ সবকিছুই সাংবাদিকরা লেখার মাধ্যমে তুলে ধরেন। আশা করি সরকার সাংবাদিকদের আবাসন ও সুযোগ-সুবিধার বিষয়েও নজর দেবে।’

মন্ত্রী বলেন, ‘এ ছাড়াও, কালিয়াকৈরের বনভূমি উজাড়, কলকারখানার দূষিত জলে পরিবেশ বিপর্যয়সহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা ও এর সমাধানের বিষয়ে আলোচনা করেন সাংবাদিকরা।’ এসময় তিনি সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার সহায়তা চান।

বুধবার (১৮ জানুয়ারি) কালিয়াকৈর প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ ইবনে সাকাপি, পৌর কাউন্সিলর খাত্তাব মোল্লাসহ অন্য নেতারা।  

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে কালিয়াকৈর উপজেলা শিল্পকলা একাডেমি ও ঢাকা থেকে আগত শিল্পরা অংশগ্রহণ করেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন