বাংলাদেশি মডেল-অভিনেত্রী পিজে হেলেন। এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বরে তার সঙ্গে পরিচয় হয় দক্ষিণ কোরিয়ার তেহো কিমের। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। অতঃপর ২ বছর চুটিয়ে প্রেম করার পর সেই প্রেমিককেই বিয়ে করলেন হেলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুই পরিবারের সম্মতিতে ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সম্প্রতি এ খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, পিজে হেলেনের স্বামী তেহো কিম পেশায় একাউন্টস ম্যানেজার।
এ প্রসঙ্গে অভিনেত্রী পিজে হেলেন বলেন, 'আমার স্বামীর বাংলাদেশের প্রজেক্ট শেষ হবে ২০২৪ সালে। এরপর আমরা সিউলে স্থায়ীভাবে বসবাস করব। ওখানেই ওদের বাড়িঘর, পরিবারের সবাই থাকে।'
পিজে হেলেনের পুরো নাম প্রীতি জয়েস হেলেন। ধর্মীয়ভাবে মুসলিম হেলেন, তেহো বৌদ্ধ। তবে বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মাঝে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং হেলেনকে তেহোর পরিবার আপন করে নিয়েছে।
২০১৫ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন পিজে হেলেন। প্রথম বিজ্ঞাপনেই দর্শকমহলে দারুণ পরিচিতি পান তিনি। এরপর বহু বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।
প্রসঙ্গত, তানজিব সারোয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পান পিজে হেলেন। এরপর কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকেও। শুধু তাই নয়, সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি।
ঢাকা বিজনেস/এন/