২৬ জুন ২০২৪, বুধবার



সড়ক রংক্ষণাবেক্ষণে আলাদা তহবিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
সড়ক রংক্ষণাবেক্ষণে আলাদা তহবিলের নির্দেশ প্রধানমন্ত্রীর


দেশের সড়ক ও মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গত ১৫ বছরে আমরা সারাদেশে প্রচুর সড়ক-মহাসড়ক নির্মাণ করেছি। প্রাকৃতির কারণে এগুলো ভাঙছে। এগুলোকে চলাচল উপযোগী রাখতে রক্ষণাবেক্ষণ করা জরুরি। তাই, এর ব্যয় সংস্থানের জন্য একটি বিশেষ তবিল গঠন করতে হবে।’ মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন।   

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের সড়ক-মহাসড়ক রক্ষণাবেক্ষণের জন্য প্রধানন্ত্রী একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। এই তহবিল গঠনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে।’ 

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বিদেশী ঋণ বা অনুদানপুষ্ট প্রকল্পসমূহ দ্রুত গ্রহণ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে দেশবাসী যেমন উপকৃত হবে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি সমৃদ্ধ হবে। এছাড়া চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে একনেক সভায় কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি। আজ একনেকে অনুমোদিত সব প্রকল্প দেশের সার্বিক উন্নয়নকেন্দ্রিক।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একনেক সভায় তার বক্তব্যে বলেছেন, গত ১৫ বছরে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা বা পর্যালোচনা ব্যতিরেকে কোনো প্রকল্প একনেক অনুমোদন করেনি। এমনকি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কোন তাড়াহুড়া করা হয়নি।’

আরেক প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করেছি। জনগণের ওপর আমাদের ভরসা আছে। তাই, আশা করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও ক্ষমতায় আসবো।’ সূত্র: বাসস

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন