১৬ জুন ২০২৪, রবিবার



জাপাসহ শরিকদের ৩২ আসন ছেড়ে দিলো আ. লীগ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
জাপাসহ শরিকদের ৩২ আসন ছেড়ে দিলো আ. লীগ


আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলীয় জোটকে মোট ৩২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাপাকে ২৬ আসন এবং ১৪ দলীয় জোটকে ৬ আসন দেওয়া হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৬১  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে কমিশনে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য জানান। 

বিপ্লব বড়ুয়া বলেন, ‘সব মিলিয়ে আমরা জাতীয় পার্টির জন্য ২৬টি ও ১৪ দলের জন্য ছয়টি, মোট ৩২টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে এসেছি।’

দলের দপ্তর সম্পাদক আরও বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র ১৪ দলের শরিক তিনটি রাজনৈতিক দলকে আমরা ছয়টি আসন দিয়েছি। সেখানে ওয়ার্কার্স পার্টির দুইটি, জাসদের তিনটি ও জেপি (মঞ্জু) এক আসন ছেড়ে দিয়েছি। এছাড়া, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করা জাতীয় পার্টিকে ২৬ আসনে ছেড়ে দেওয়া হয়েছে।’

এছাড়া অমীমাংসিত ৭ আসনের বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, ‘২৯৮ আসনে আওয়ামী লীগ মনোনয়নপত্র জমা দিয়েছিল। এগুলোর মধ্যে যাচাই-বাছাইয়ে ৫ আসনে প্রার্থী বাতিল হয়েছে। তারা বর্তমানে উচ্চ আদালতে আপিল করেছেন। আর বাকি ২৯৩টি আসনের মধ্যে ৩২টি আসন ছেড়ে দিয়েছি।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন