১৮ মে ২০২৪, শনিবার



সিজিপিএ’র শর্ত সিথিল করে প্রমোশনের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার || ২৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
সিজিপিএ’র শর্ত সিথিল করে প্রমোশনের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা


সিজিপিএ শর্ত সিথিল করে, মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে আন্দোলন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ তারা আন্দোলন করছেন। 

শিক্ষার্থীরা জানান, তারা ১ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

আন্দোলনে যোগ দিয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী তরিকুল। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হসপিটালে ভর্তি আছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না আমরা।’

ঢাকা কলেজের শিক্ষার্থী আদীব বলেন, ‘পরবর্তী বর্ষে প্রমোশনে সিজিপিএ শর্ত বাতিল করতে হবে। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনে ২.০০, দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনে ২.২৫, তৃতীয় বর্ষ থেকে ফাইনাল ইয়ারে প্রমোশনে ২.৫০ পয়েন্ট দরকার। এই শর্ত বাতিল চাই।’

সরকারি ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, ‘যত অনিয়ম ৭ কলেজে। পরীক্ষার ফলাফল ৩ মাসে দেওয়ার কথা থাকলেও ৯ মাসে দেওয়া হয়। যারা সিজিপিএ শর্ত পূরণ করতে না পারেন, তারা পরবর্তী বর্ষের পরীক্ষা দিতে পারেন না। রেজাল্ট পাবলিশের ২ মাসের মধ্যেই পরবর্তী ইয়ারের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। এগুলো অনিয়ম, প্রহসন। নিয়ম মানতে হবে। যারা সিজিপিএ শর্ত পূরণ করতে না পারবেন, তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।’

লালবাগ থানার অতিরিক্ত পুলিশ কমিশনার শহিদুল ইসলাম বলেন,‘আমরা শিক্ষার্থীদের নিরাপত্তায় নিয়জিত আছি। তাদের কয়েকজনের অসুস্থ হওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

ঢাকা বিজনেস/মাহি/এমএ/



আরো পড়ুন