২৯ জুন ২০২৪, শনিবার



শ্রীলঙ্কার বিপক্ষে শিবলীর সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে শিবলীর সেঞ্চুরি


অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের যুবক আশিকুর রহমান শিবলী। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি এশিয়া কাপের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নেন এই উঠতি তারকা ওপেনার। তার সেঞ্চুরির সুবাধে বাংলাদেশও জেতার পথে। ১১৯ বলে তিনি করেছেন ১০০ রান। অপরাজিত আছেন এখনো। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন মাত্র ২৯ রান। হাতে আছে ৭৮ বল। 

এশিয়া কাপের প্রথম ম্যাচে জিততে বাংলাদেশের যুবাদের টার্গেট ছিল ২০১ রান। পাকিস্তানে হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দশম আসর। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ফরমেটে ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ২০০ রান। 

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়াসি সিদ্দিক, ১০ ওভারে তিনি দিয়েছেন ৩২ রান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন রাব্বি, ও পেসার মারুফ। একটি করে উইকেট নিয়েছেন বর্ষন ও পারভেজ জীবন। 

বাংলাদেশের বোলাররা আয়ত্বের মধ্যেই বেঁধে রাখেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। ব্যাট হাতেও বেশ সাবলিল ছিল বাংলাদেশের যুবারা। 

আগামি মাসে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে এশিয়ার দেশগুলো খেলছে এশিয়া কাপ। এরই মধ্যে একবার অনুর্ধ ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদেরকে পরাশক্তি হিসেবেই জানান দিয়েছে বাংলাদেশ।

৮ টি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে দশম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন