১৮ মে ২০২৪, শনিবার



নিউ ইয়র্কে ১০ মাসে চাকরি পেয়েছে দেড় লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || ৩১ ডিসেম্বর, ২০২২, ০৫:৪২ পিএম
নিউ ইয়র্কে ১০ মাসে চাকরি পেয়েছে দেড় লাখ মানুষ


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত ১০ মাসে চাকরি পেয়েছেন দেড় লাখ মানুষ। শহরের অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেসরকারি খাতে ১ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে এবং পাতাল ট্রেনের যাত্রী সংখ্যা দুই বছর আগে যা ছিল তার তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে সিটি কর্তৃপক্ষের এক তথ্যে জানা গেছে। 

শহরে পর্যটন শিল্প প্যানডেমিকের আগে যে অবস্থানে ছিল তার প্রায় ৮৫ শতাংশ ফিরে পেয়েছে, আর পর্যটন সংশ্লিষ্ট যেসব চাকরি; যেমন হোটেল-রেস্টুরেন্ট, বার, দোকানপাট প্রভৃতিতে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

সিটি মেয়র এরিক এডামস তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে এই মন্তব্য করে বলেছেন, ‘প্রতিদিন আমি যখন সিটির অধিবাসীদের সঙ্গে কথা বলি, আমাকে রোজ একই কথা শুনতে হয়। এই নগরীর মানুষ সবাই সুদৃঢ় অর্থনীতি চায়, পথে-ঘাটে সাবওয়েতে নিরাপত্তা চায়, সাধ্যের মধ্যে বাসস্থান চায়, কর্মজীবী পরিবারগুলোর জন্য সহায়তা চায় এবং সন্তানদের লেখাপড়ার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা চায়।’ 

তিনি বলেন, ‘এক বছর আগে আমি যখন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই সব ক’টি ক্ষেত্রে যা কিছু প্রয়োজনীয় আমি তাই করবো। এবং আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই আমরা যথার্থই সেগুলো করেছি।’

এরিক এডামস বলেন, ‘দুই বছরের কোভিড মহামারির পর নিউ ইয়র্ক সিটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এখন যেখানেই যাই আমি তেজীভাব অনুভব করি এবং আমি যখন নির্বাচনী প্রচারের কাজে ছিলাম, তখনকার থেকে আজকের অবস্থার পার্থক্য লক্ষ করি। এর অধিকাংশ অর্জনই সম্ভব হয়েছে ইচ্ছার দৃঢ়তার জন্য। প্রথম দিন থেকেই আমরা জননিরাপত্তার ওপর জোর দিয়েছি। আমরা জানি, নিউইয়র্ক সেই দিনই আমেরিকার সবচেয়ে নিরাপদ একটি বড় শহর হিসাবে বিবেচিত হবে, যেদিন এই নগরীর মানুষ নিজেদের নিরাপদ মনে করবে, তাদের নিরাপত্তার সব প্রয়োজন পূরণ করা যাবে। সেই কারণেই আমরা অপরাধ ও বিশৃঙ্খলা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছি, সব ক্ষেত্রে জীবনের মান উন্নয়নে কাজ করছি।’

মেয়র বলেন, ‘আমাদের যুব সমাজ গত দুই বছরে প্রচুর দুর্ভোগের শিকার হয়েছে। প্যানডেমিকের ধকল থেকে তাদের বের করে আনতে তাদের ক্যারিয়ার ও জীবনের মান উন্নয়নের নিশ্চয়তা বিধান করতে হবে। এই লক্ষ্যে আমরা গত গ্রীষ্মে ৯০ হাজার ইয়ং নিউ ইয়র্কের অধিবাসীদের জন্য সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম করেছি। আমাদের স্কুলগুলোর ছাত্র-ছাত্রীরা সবাই যাতে স্বচ্ছন্দে পড়তে ও বলতে পারে, তার জন্য আমরা স্কুলগুলোতে ‘ডিসলেক্সিয়া স্ক্রিনিং’-এর ব্যবস্থা করেছি।’

ছাবেদ সাথী/এম



আরো পড়ুন