২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৩ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম
হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা


দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে মানভেদে রসুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা করে।  বুধবার (১২ জুন) যে রসুন বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার (১৩ জুন) সেই রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। আর ২২০ টাকা কেজি দরের রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। ক্রেতারা বলছেন, কোরবানির ঈদকে পুঁজি করে রসুন বিক্রেতারা বেশি মুনাফা লুটছেন।  বিক্রেতারা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসছে রসুনের চাহিদাও ততই বাড়ছে। পাশাপাশি বাজারে সরবরাহও কমে গেছে। একদিনের ব্যবধানে পাইকারিতে কেজিতে ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদের। 

হিলি বাজারে রসুন কিনতে আসা মো. ফকরুল ইসলাম বলেন, ‘গতকাল রসুন না কিনে ভুলই করেছি। আমি গতকাল বুধবার (১২ ) বাজারে থেকে জিরা, গরম মসলাসহ অন্যান্য মসলা কিনেছি। ভাবলাম আজ বৃহস্পতিবার (১৩ জুন) পেঁয়াজ আর রসুন কিনবো।’ 

ফকরুল ইসলাম আরও বলেন, ‘পেঁয়াজের দাম ঠিকই আছে । গতকালও ৮০ টাকা কেজি ছিল। আজও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। গতকাল বুধবার প্রতিকেজি রসুন (ছোট সাইজের ) ২০০ টাকা কেজি দরে আর (বড় সাইজের ) ২২০ টাকা টাকা কেজি দরে বিক্রি হয়েছে।  আজ বৃহস্পতিবার ২০০ টাকা কেজি দরের রসুনের দাম হাঁকছে ২২০ টাকা। আর ২২০ টাকা কেজি দরের রসুনের দাম হাঁকছে ২৪০ টাকা।’ 

আরেক ক্রেতা মো. বাবু হোসেন বলেন, ‘বাড়ির পাশেই বাজার। তাই আমি সব ধরনের মসলা  একদিনে কিনি না। বাজারে আসলে যখন যেটা চোখে পড়ে কিনে নিয়ে যাই। গতকাল (বুধবার) আদা, জিরা, লং, গোলমরিচ কিনেছি। আর আজ এসেছি রসুনসহ বাকি মসলা কিনতে।’

বাবু হোসেন আরও বলেন, ‘গতকাল বুধবার প্রতিকেজি ছোট সাইজের রসুন ২০০ টাকা, একটু বড় সাইজের রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর আজ কেজিতে ২০ টাকা করে বেড়েছে। তাই ১১০ টাকা দিয়ে ৫০০ গ্রাম রসুন কিনলাম।’ 

রসুন বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘ঈদ যতই ঘনিয়ে আসছে । রসুনের চাহিদা ততই বাড়ছে। কিন্তু সরবরাহ বাড়ছে না। মঙ্গলবার (১১ জুন) ছোট সাইজের রসুন ১৯০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকায় আর বড় সাইজের রসুন  ২১০ টাকা কেজি দরে কিনে ২২০ টাকায় বিক্রি করি। কিন্তু বুধবার (১২ জুন) প্রতিকেজি রসুন পাইকারি ১০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। তাই আজ বৃহস্পতিবার (১৩ জুন) ২০০ টাকা কেজি দরের রসুন ২২০ টাকা আর ২২০ টাকা কেজি দরের রসুন ২৪০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।’ 

/ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন