২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাই একমাত্র সমাধান: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাই একমাত্র সমাধান: তথ্যমন্ত্রী


রোহিঙ্গাদের উদ্বাস্তু একটি মানবিক সমস্যা বলে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার দিয়ে, সম্মান বজায় রেখে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়াই একমাত্র সমাধান। শনিবার (২৬ আগস্ট) দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে  তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলন,‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মিয়ানমারের ওপরে যে চাপ প্রয়োগ করা প্রয়োজন, সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এখানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে  আমরা আলাপ আলোচনা করেছি। তারাও মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করছে। আশা করছি সমাধান হবে।’

সম্প্রচারমন্ত্রী বলেন,‘রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমরা যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে এর সমাধান চাই না। বিএনপির কাছে হয়তো সমাধানের পথ ভিন্ন, তারা কূটনৈতিক নয়, অন্য সমাধানের কথা চিন্তা করে। কিন্তু আমরা সর্বোতভাবে সবসময় এর সমাধানের জন্য চেষ্টা করে আসছি। ফলে বিভিন্ন সময়ে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, কিন্তু পরে তাদের 'কমিটমেন্ট' রক্ষা করেনি। ক'দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হয়েছে।’

রোহিঙ্গা সমস্যার নানা দিক তুলে ধরে হাছান মাহমুদ বলেন,‘এখন দেশে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পগুলো জঙ্গিবাদ-মৌলবাদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে ও ধর্মান্ধ ও সন্ত্রাসী গোষ্ঠিদের সেখান থেকে 'রিক্রুটমেন্টে'র একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এতে করে সেখানকার সামাজিক ও আইন-শৃংখলা পরিস্থিতির যেমন অবনতি হচ্ছে তেমনি এর সমাধান না হলে তা আমাদের দেশ শুধু নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন