১৭ জুন ২০২৪, সোমবার



সৌদি বিনিয়োগকারীদের সব সহায়তা দেবে এফবিসিসিআই

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ এএম
সৌদি বিনিয়োগকারীদের সব সহায়তা দেবে এফবিসিসিআই


বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।  বৃহস্পতিবার (২ নভেম্বর) ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদীর সঙ্গে বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এই প্রতিশ্রুতি দেন।

মাহবুবুল আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক সহযোগিতায় সৌদি আরব সবসময় পাশে থেকেছে। আমাদের প্রায় ২৬ লাখ রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির ভিত মজবুত করছেন। বেসরকারি খাতের পক্ষ থেকে এফবিসিসিআই সবসময় সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।’

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে সৌদি কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, আসবাবপত্র, সিরামিক, হিমায়িত খাদ্য, স্বচ্ছ পানির মাছ, হালাল খাবার, মশলা, চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে সৌদি ব্যবসায়ীরা অনেক লাভবান হতে পারেন।’ 

এছাড়া ব্যাংকিং ও আর্থিক খাতে বিনিয়োগের পাশাপাশি ক্লিন এনার্জি, অবকাঠামো, অটো পার্টস ম্যানুফ্যাকচারিং, আবাসন শিল্প, আইটিতে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান মাহবুবুল আলম। বাংলাদেশ থেকে আরও দক্ষ মানবসম্পদ নিতে সৌদি আরবকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এ সময় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদী বলেন, ‘বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেরই ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে।’ চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিজনেস সামিট ২০২৩ এ অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন সৌদি চেম্বারের ভাইস চেয়ারম্যান। সূত্র: বাসস

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন