১৯ মে ২০২৪, রবিবার



শান্তর সেঞ্চুরি, বড় লক্ষ্যের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
শান্তর সেঞ্চুরি, বড় লক্ষ্যের পথে বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করে  ১৯২ বলে ১০০ রান পূর্ণ করেন শান্ত। তার সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের লিড ২০৫ রানের।

তৃতীয় দিন শেষে বাংলদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১২ রান। ক্রিজে শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৪৩ রানে।

এদিন ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছিল বাংলাদেশ। তিন রান ব্যবধানে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পড়ে শান্ত বাহিনী। এরপর হাল ধরেন শান্ত ও মুমিনুল হক। এই দুজনের গড়া ৮৫ রানের জুটিতে বাংলাদেশের লিড ছাড়ায় একশ। ভুল বোঝাবুঝিতে মুমিনুল আউট হন দলীয় ১১৬ রানে। ৬৮ বলের ইনিংসে হাফসেঞ্চুরি থেকে ১০ রান দূরে ছিলেন তিনি। মাহমুদুল হাসান জয় ৮ ও জাকির হাসান করেন ১৭ রান।

এর আগে টিম সাউদি ও কাইল জেমিসনের ব্যাটে তৃতীয় দিনের শুরুতে লিড পেয়েছিল নিউজিল্যান্ড। তবে লিডটা বেশি বড় করতে দেননি বাংলাদেশের পার্ট টাইম বোলার মুমিনুল হক। এক ওভারেই তিনি ফেরান জেমিসন ও সাউদিকে। এতে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩১০ রান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন