২৬ জুন ২০২৪, বুধবার



ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ২৬ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের


আর কিছুদিন পরই ভারতের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার (২৬ জুন) ঘোষিত সেই দলে জায়গা হয়নি জাহানারা আলমের। 

জাহানারা আলমের বাদ পড়া ব্যতীত ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দলে নেই কোনো চমক। ইমার্জিং দলে যারা ভালো পারফরম্যান্স করেছেন তাদেরই সুযোগ মিলেছে দলে। এছাড়া জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন দলে। 

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ চক্রের ম্যাচ খেলতেই ভারত প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এই সিরিজের পয়েন্ট হিসেবে আসবে।

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সিরিজে অংশ নেওয়ার লক্ষ্যে ৬ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের মেয়েদের। 

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি ও ফাহিমা খাতুন।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন