২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



শহীদ মিনারে নিরাপদ সমাজের শ্রদ্ধা, কেক-চকলেট বিতরণ

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩২ পিএম
শহীদ মিনারে নিরাপদ সমাজের শ্রদ্ধা, কেক-চকলেট বিতরণ



বেসরকারি সংস্থা নিরাপদ সমাজের উদ্যোগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল হাইস্কুল শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে কেক ও চকলেট বিতরণ করা হয়েছে। 

এর আগে একুশের প্রথম প্রহরে পাথরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিরা। এরপর হয় প্রভাতফেরি। এতে অংশ নেন পাথরাইল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা।


প্রভাতফেরি শেষে বেসরকারি সংস্থা নিরাপদ সমাজের পক্ষ থেকে শুভেচ্ছাস্বরূপ কেক ও চকলেট বিতরণ করা হয়। 

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাগুরু ঝর্ণা চন্দ, সমাজ সেবক রঘুনাথ বসাক, নিরাপদ সমাজের সভাপতি উত্তম বসাক, নিরাপদ সমাজের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, নিরাপদ সমাজের নির্বাহী পরিচালক জয়দেব গোপ, কার্যকরী কমিটির সদস্য অমূল্য ঘোষ, শিবসাধন বসাক, অমিত বসাকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন