২৬ জুন ২০২৪, বুধবার



জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ১৬ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে জেলা বিজিবি-৬। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম ইমন আলী (২৫)। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে নাস্তিপুর গ্রামে অভিযান চালায় বিজিবির বারাদি বিওপির টহল দল। এসময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই চোরাকারবারী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করে জুতার ভেতর থেকে অভিনব কায়দায় টেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা। আটক স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মিজান/এম



আরো পড়ুন