২৯ জুন ২০২৪, শনিবার



সোমালিয়ায় ২ মার্কিন নাবিক নিখোঁজ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
সোমালিয়ায় ২ মার্কিন নাবিক নিখোঁজ


সোমালিয়ায় ২ মার্কিন নাবিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অভিযান পরিচালনার সময় তারা নিখোঁজ হন।  শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানান। শনিবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, নাবিকদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট এলাকায় নিখোঁজ ওই দুই নাবিক বিভিন্ন মিশনে সহযোগিতা করছিলেন। 

তবে, নাবিকরা যখন নিখোঁজ হয়েছিলেন, তখন তারা কী করছিলেন, সে সম্পর্কে কোনো  তথ্য জানানো হয়নি সংক্ষিপ্ত ওই বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এই সময়ে আমরা আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করবো না।’



আরো পড়ুন