২৬ জুন ২০২৪, বুধবার



বাড়তে পারে যেসব পণ্যের দাম

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ জুন, ২০২৪, ০৬:০৬ পিএম
বাড়তে পারে যেসব পণ্যের দাম


প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর  বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে। কিছু পণ্যে শুল্ক ও কর প্রত্যাহার করে সরকার। এতে কিছু পণ্যের দাম কমতে দেখা যায়। আবার কিছু পণ্যে নতুন করে কর আরোপ করার ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘিরেও সাধারণ মানুষের আগ্রহ হচ্ছে, কোন কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে। এতে দেখা যায়, নতুন করে যত পণ্যের দাম বাড়তে যাচ্ছে, সে তুলনায় দাম কমবে খুব অল্প পণ্যের।

এবার প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সব শ্রেণির মানুষকে সমানভাবে ভ্যাটের ভার বইতে হবে। এ তালিকায় থাকা মোবাইল ফোন, সিসি ক্যামেরা, ক্যাবল, এসি ও ফ্রিজের মতো ইলেকট্রনিক সামগ্রীর দাম বাড়তে পারে।

এবার দেশীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন খরচ বাড়তে পারে। এসি ও এলইডি টিভি তৈরির উপকরণ আমদানিতে শুল্ক বাড়ানোর ফলে দেশে এসি ও টিভির দাম বাড়তে পারে। বিদ্যুৎকেন্দ্রের ইকুইপমেন্ট ও ইরেকশন ম্যাটেরিয়াল আমদানিতে শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে বিদ্যুতের দাম বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে পণ্যের উৎপাদন খরচে।

বাড়তে পারে যেসব পণ্যের দাম–

সিগারেট

কম্পিউটার

কজুবাদাম

ফ্রিজ

এসি

পানির ফিল্টার

এলইডি বাল্ব

গাড়ি

জেনারেটর

মোবাইল ফোন

মোবাইল ফোন সিমকার্ড

কোমল পানীয় ও এনার্জি ড্রিংকস

ফলের জুস

হাসপাতাল সরঞ্জাম

রূপচর্চা সামগ্রী

গাড়ি কনভার্সন খরচ

মোবাইলে কথা

নিরাপত্তাসেবা

হাটবাজারের ইজারা

বিনোদন খরচ





আরো পড়ুন