২৯ জুন ২০২৪, শনিবার



এশিয়া কাপ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
এশিয়া কাপ  জয়ের স্বাদ পেলো বাংলাদেশ


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শিরোপা জিতল টাইগার যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। ফলে ১৯৫ রানের বড় জয় পায় বাংলাদেশ।

টাইগার যুবাদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরিয়ানস শর্মা ও আকসাত রয়। শুরুতেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন আকসাত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত। এদিন স্বাগতিকদের ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তানিশ সুরি (৪), ইথান ডি’সুজা (৪), আয়ান আফজাল (৫), ইয়াহিন রয় (৬) ও আম্মার বাদামির (০) মতো ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।

টাইগার বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ধ্রুব প্রশার। তবে তার অপরাজিত ২৫ রানটি স্রেফ হারের ব্যবধান কমিয়েছে আমিরাত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও রণৌত উল্লাহ বর্ষণ।

ঢাকা বিজনেস/এমএ/





আরো পড়ুন