২৮ জুন ২০২৪, শুক্রবার



টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে হতাহত ১০

টাঙ্গাইল সংবাদদাতা || ২১ জুন, ২০২৪, ০৫:০৬ পিএম
টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে হতাহত ১০


টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (২১ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের  উপজেলার মালাউবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  মধুপুর থানার এসআই নূরুল আমিন এই তথ্য নিশ্চিত করেন।

এসআই জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রা সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন মারা যান।  আহত হন আরও ৯ জন। আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।  পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা বিজনেস/নোমান/ 




আরো পড়ুন