১৯ মে ২০২৪, রবিবার



প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে হবে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ মে, ২০২৩, ০৫:৩৮ পিএম
প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে হবে: তথ্যমন্ত্রী


বিশ্বব্যাপী দেশবিরোধী প্রচারনা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  ‘ইউরোপ প্রবাসী  বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে হবে।’ শনিবার (১৩ মে) স্টকহোম বিমান বন্দরে তিনি এসব কথা বলেন।

দেশবিরোধী প্রচারণার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপে বসবাসের সুবিধা নিয়ে কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচারণায় লিপ্ত রয়েছেন। দেশপ্রেমিক প্রবাসীদের উচিত, এই অপপ্রচারণা বন্ধে ভূমিকা রাখা।

 এই সময় ২০০৭-২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা  প্রয়োজনের সময় সবক্ষেত্রে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন।’

প্রবাসীদের নিয়মিত বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের উপার্জিত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছেন।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন