১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে ২ দিনে এলো ৪৫ ট্রাক আলু, কমছে দামও

আনোয়ার হোসেন বুলু. হিলি (দিনাজপুর) || ০৫ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
হিলিতে ২ দিনে এলো ৪৫ ট্রাক আলু, কমছে দামও


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে  ৪৫ ট্রাক আলু আমদানি হয়েছে। এই ৪৫ ট্রাকে আলু এসে ১ হাজার ১৬৫০ মেট্রিক টন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব আলু এসেছে। মাঝখানে একদিন শুক্রবার সরকারি ছুটির কারণে বন্ধ ছিল আমদানি। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আনা আলু প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে। 

হিলি খুচরা বাজারের আলু বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, ‘ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। তাই দেশি আলুর দাম কেজিতে  থেকে ৫ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু  (লম্বা) ১০ টাকা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ৫০ টাকায় বিক্রি হতো।  ছোট জাতের গোল আলু ৬০ টাকা থেকে  কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।’ 

আশরাফ আলী আরও বলেন, ‘আমি ভারতীয় আলু বিক্রি করছি না। তবে বাজারে ভারতীয় আলু প্রতিকেজি ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ 

আলু ক্রেতা মো. আফজাল হোসেন বলেন, ‘ভারতীয় আলুর দাম দেশি আলুর চেয়ে একটু কম। তবে গুণগতমান ভালো না। আমি গতকাল এককেজি কিনেছিলাম। কিন্তু দেশি আলুর মতো না।’

আমদানিকারক প্রতিষ্ঠান খান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ‘গেলো বৃহস্পতিবার ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আনা হচ্ছে। প্রতি মেট্রিক টন আলু আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়ছে।’

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন,‘আমদানি করা আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে হচ্ছে। এই লক্ষ্যে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ও শনিবার হিলিবন্দর দিয়ে ৪৫ ভারতীয় ট্রাকে ১ হাজার ১৬৬ মেট্রিক টন আলু আনা হয়েছে।’

ঢাকা বিজনেস/এনই  



আরো পড়ুন