নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইউবি)-এর বাংলা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাওলাস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রকিবুল হাসান, বাংলা বিভাগের শিক্ষক আবদুর রহিম, জান্নাতুল যূথী, শিরিনা খাতুন, সাজিয়া শারমিন, ড. তপন বাগচী, ড. শাফিক আফতাব, ইসরাফিল হোসাইন।
এছাড়া, উপস্থিত ছিলেন নর্দানের বাংলা বিভাগের অ্যালামনাই সদস্য, কণ্ঠশিল্পী সাবরিনা মানাল, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও শিক্ষক আফসার আহমদ, কবি-গবেষক-কথাশিল্পী-ঢাকা বিজনেসের বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হকসহ বাংলা বিভাগের শিক্ষার্থীরা।