২৯ জুন ২০২৪, শনিবার



মিয়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ১২ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
মিয়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় শতাধিক নিহত


মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সামরিক জান্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কানবালু পৌর শহরে এই বিমান হামলা চালানো হয়।

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সামরিক সরকার (জান্তা) মঙ্গলবার রাতে বিমান হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছে তা জানায়নি।

জান্তা বিরোধী সশস্ত্র গ্রুপগুলোর প্রসঙ্গ টেনে মুখপাত্র জ মিন তান বলেছেন, ‌‘পাজি গাই গ্রামে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে পিপলস ডিফেন্স ফোর্সের অফিস উদ্বোধন করা হচ্ছিল। আমরা ওই জায়গায় হামলা চালাই। নিহতদের মধ্যে অভ্যুত্থান বিরোধী ইউনিফর্ম পরা কিছু যোদ্ধা ছিল। যদিও বেসামরিক পোশাকেও কিছু লোক থাকতে পারে।’

ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই পিডিএফ সদস্য বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা অজানাই রয়ে গেছে। আমরা এখনও মৃতদেহগুলো উদ্ধার করতে পারিনি।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন