২৬ জুন ২০২৪, বুধবার



নাফ নদে মিললো ১৪ কেজির কোরাল

কক্সবাজার সংবাদদাতা || ০১ মে, ২০২৩, ১০:০৫ পিএম
নাফ নদে মিললো ১৪ কেজির কোরাল


কক্সবাজারের টেকনাফের নাফ নদে জেলের বড়শিতে উঠে এলো বড় কোরাল। মাছটির ওজন ১৪ কেজি। মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে মাছটি৷ 

রোববার (৩০ এপ্রিল) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফ নদে জেলে ইলিয়াসের বড়শিতে ওই মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৭০০ টাকায় কেনেন মাছ ব্যবসায়ী আলী আহমদ।

ইলিয়াস হোসাইন বলেন, ‘বিকালে প্রতিদিনের মতো টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফ নদে বড়শি নিয়ে মাছ ধরতে যাই। একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। পরে অন্যদের সহযোগিতায় মাছটি উপরে তুলে আনি। সন্ধ্যায় হ্নীলা বাজারের ব্যবসায়ী আলী আহমদের কাছে ১৪ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করেছি।’

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। এই নদের মাছ খুবই সুস্বাদু। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরালও পাওয়া যায়।’

তাফহীম/এইচ



আরো পড়ুন