১৮ মে ২০২৪, শনিবার



ঘূর্ণিঝড় হামুন'র তাণ্ডবে লণ্ডভণ্ড কক্সবাজার, নিহত ৩

কক্সবাজার করেসপন্ডেন্ট || ২৫ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
ঘূর্ণিঝড় হামুন'র  তাণ্ডবে লণ্ডভণ্ড কক্সবাজার, নিহত ৩


ঘূর্ণিঝড় হামুন'র আঘাতে লণ্ডভণ্ড হয়েছে পুরো কক্সবাজার। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎতের খুঁটি। একই সঙ্গে সড়ক-উপসড়কে গাছ পড়ে বন্ধ রয়েছে যান চলাচল। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে ৫ হাজারেও বেশি ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে পুরো কক্সবাজারবাসী। মঙ্গলবার (২৪ অক্টোবরের) রাতে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন। হামুন'র তাণ্ডবে এপর্যন্ত জেলায় প্রাণ হারিয়েছেন ৩ জন ও আহত হয়েছে প্রায় শতাধিক।   

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এই তথ্য নিশ্চিত করেন। 

মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে কাজ চলছে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় তা জানতে বিলম্ব হচ্ছে। মোবাইল অপারেটরদের সঙ্গে আলাপ করে দ্রুত নেটওয়ার্ক স্বাভাবিক করতে বলা হয়েছে। এটা হলে ক্ষয়ক্ষতির খবর দ্রুত পাওয়া যাবে। এ মুহূর্তে তিনজনের মৃত্যু, ৫ হাজার ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অতীশ চাকমা বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের আঘাতে হাজার হাজার গাছ উপড়ে গেছে। যার কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। সার্বিক প্রচেষ্টায় রাত ৩টায়  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন শহরের সড়কগুলো থেকে উপড়ে পড়া গাছ কেটে, তা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।’

তিনি আরও বলেন ‘কিছুটা সময় লাগবে, কারণ অনেক বেশি গাছ উপড়ে সড়কে পড়েছে। চেষ্টা করছি, দ্রুত সরিয়ে সড়কে যানবাহন চলাচলের উপযোগী করার।’

কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের আঘাতে উপড়ে গেছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। তার ছিঁড়ে রাস্তা-ঘাটে পড়ে রয়েছে। এখন বৈদ্যুতিক সংযোগ দিলে প্রাণহানি ঘটতে পারে, তাই আপাতত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন