১৮ মে ২০২৪, শনিবার



সারাদেশে মৃদুমাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইল

টাঙ্গাইল প্রতিনিধি || ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
সারাদেশে মৃদুমাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইল


ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই মৃদুমাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল টাঙ্গাইল। রোববার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে সারাদেশে ভূমিকম্প অনুভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল  টাঙ্গাইল জেলায়। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইলের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, 'ঢাকা অফিস থেকে আমরা ভূমিকম্পের খবর পেয়েছি। এটি মৃদু মাত্রার ভূমিকম্প। টাঙ্গাইলে কোনো রিখটার স্কেল না থাকায় জেলার কোথায় ভূমিকম্প হয়েছে তা জানানো সম্ভব হয় নি।' 

ঢাকা বিজনেস/নোমান/এন



আরো পড়ুন