রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালুর দুদিন পর থেকে কারিগরি ত্রুটিতে বন্ধ বিদ্যুৎ উৎপাদন। শুক্রবার (৩০ জুন) রাত ৯টা থেকে তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। রোববার (০২ জুলাই) বিকেলে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইন্টেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করা হয়েছে। ৫ বা ৬ জুলাই থেকে আবারও উৎপাদন শুরু করা হবে। তবে বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকটের কোনো কারণ নেই বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা বিজনেস/এমএ