২৬ জুন ২০২৪, বুধবার



ব্লক মার্কেটে লেনদেন ১৩৭ কোটি টাকা

স্টাফ রিপোর্টার || ০৯ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
ব্লক মার্কেটে লেনদেন ১৩৭ কোটি টাকা


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৪ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৪৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৭ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সী পার্ল বীচ ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ন্যাশনাল ব্যাংক ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে, বেক্সিমকো ২ কোটি ১৬ লাখ টাকা, কপারটেক ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১৯ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১ কোটি টাকা, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ১৬ লাখ টাকা, দেশবন্ধু পলিমার ১ কোটি ৫৫ লাখ টাকা, ইস্টার্ণ ব্যাংক ১৪ কোটি ৭০ লাখ টাকা, জেমিনি সী ১ কোটি ৪৫ লাখ টাকা, পাওয়ার গ্রীড ১ কোটি ৪৭ লাখ টাকা, সোনালী পেপার ৫ কোটি ২৬ লাখ টাকা ও ট্রাস্ট ইসলামী ব্যাংক ১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন