১৯ মে ২০২৪, রবিবার



ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া : দ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া : দ.কোরিয়া


উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়া। দেশটি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় অবস্থান করার সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পূর্ব সাগর জাপান সাগর হিসেবেও পরিচিত।’

টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছে। কোস্ট গার্ড ২টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কিম তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাশিয়ায় থাকার সময় ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বুধবার (১৩ সেপ্টেম্বর) পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার সাক্ষাৎ করার কথা রয়েছে।

উত্তর কোরিয়া চলতি বছরের এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ গত ৩০ আগস্ট স্বল্প পাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন