২৬ জুন ২০২৪, বুধবার



‘নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নিভেছে’

স্টাফ রিপোর্টার || ১৬ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
‘নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নিভেছে’


রাজধানীর নিউ সুপার মার্কেটের অগুন সম্পূর্ণ  নেভানো  হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। রোববার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই।’

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

এরপর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গেও যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন