০২ জুন ২০২৪, রবিবার



লিবিয়ায় বন্যা: প্রাণহানি ৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
লিবিয়ায় বন্যা: প্রাণহানি ৩ হাজার ছাড়ালো


লিবিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ হাজারের বেশি বাসিন্দা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের রাজধানী বেনগাজি প্রশাসনের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও এর প্রভাবে প্রবল বর্ষণ, বন্যা ও জলোচ্ছ্বাসে লিবিয়ার উপকূলীয় শহর দেরনাসহ অন্যান্য উপকূলী শহরগুলোতে এই প্রাণহানি ঘটে। ভূমধ্যসাগরীয় শহর দেরনা থেকেই উদ্ধার করা হয়েছে ১ হাজারের বেশি মৃতদেহ।

মানবিক সহায়তা সংস্থা রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার প্রধান তামের রমজান জানান, ২ হাজার ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ঝড়ের পর থেকে এখনও দেরনা ও তার আশপাশের এলাকায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ হাজার বাসিন্দা।

ভূমধ্যসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যানিয়েল সোমবার লিবিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে। প্রবল ঝড়ো হাওয়া, ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে দেরনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ওয়াদির দু’টি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে গোটা শহরে। এতে ভেসে যায় শত শত বাড়িঘর। 

লিবিয়ার আবহাওয়া দপ্তর ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের সময় উপকূলে অন্তত আট ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে। ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর দেরনা। গোটা শহর কার্যত ধ্বংস হয়ে গেছে। শহরটির প্রায় সব আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে গেছে অনেকগুলো। শহরের ভেতরকার বড় একটি সেতুকে ভাসিয়ে নিয়ে গেছে সামুদ্রিক জলোচ্ছ্বাস।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন