২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

আসন ফাঁকা রেখেই ইবিতে ক্লাস শুরু কাল

ইবি সংবাদদাতা || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
আসন ফাঁকা রেখেই ইবিতে ক্লাস শুরু কাল


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে কাল (৮ ফেব্রুয়ারি) থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ৪৮১টি আসন খালি থাকায় দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা কিনা বিশ্ববিদ্যালয়ের মোট আসনের ২৪ ভাগ। ফাঁকা আসনগুলোতে ভর্তি কার্যক্রম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ইবির স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছর অন্তর্ভুক্ত মোট আসন আছে ২ হাজার ২০টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে দশম ধাপের মেধাতালিকা প্রকাশিত হয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ১৬ জানুয়ারি। ১০ম মেধাতালিকার ভর্তির কার্যক্রম শেষে এ ইউনিটে ৩৫৪, বি ইউনিটে ৮১ ও সি ইউনিটে ৪৬টি আসন ফাঁকা রয়েছে।

নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘এবছর গুচ্ছ প্রক্রিয়ায় অধিকাংশ আসন পূরণ হওয়ায় আমরা গতবারের চেয়ে একমাস আগেই ক্লাস শুরু করতে পারছি। আশা করছি ফাঁকা আসনগুলো খুব শিগগিরই পূরণ হয়ে যাবে।’ 

সেন্ট্রাল ওরিয়েন্টেশনের ব্যাপারে তিনি বলেন, ‘এরকম কিছু একটা করার বিষয়ে আমরা ভাবছি যেহেতু গতবার করোনার কারণে তা সম্ভব হয়ে উঠেনি।’ 

ইমন/এম



আরো পড়ুন