২৬ জুন ২০২৪, বুধবার



গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত

গোপালগঞ্জ সংবাদদাতা || ০৬ জুলাই, ২০২৩, ০৯:০৭ এএম
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত


গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার বলেন, ‘২ জন হাসপাতালে আনার আগে ও দুজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও ২ জন নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত আরও ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন