০৩ জুলাই ২০২৪, বুধবার



ফের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

ক্রীড়া ডেস্ক || ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
ফের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা


বৃষ্টির বাধায় বন্ধ রয়েছে এশিয়া কাপের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাল্লেকেলে স্টেডিয়াম টস জিতে ব্যাটিংয়ে নমেছ ভারত । বৃষ্টি বাধায়  বন্ধ রয়েছে খেলা।  ইনিংসের শুরুতে ৩ উইকেট হারিয়ে ১১ ওভার ২ বলে ৫১ করেছে ভারত।

ম্যাচের শুরুতেই  বৃষ্টির কারণে ৪.২ ওভার পরই বন্ধ হয়ে যায় খেলা। 

ম্যাচের আগ থেকেই শঙ্কা ছিল বৃষ্টির। আর সেটি আঘাত হানলো ম্যাচের শুরুতেই। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।

এরপর সন্ধ্যা ৭টার পর বৃষ্টি কমতে পারে। তবে রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত আবারও হতে পারে বৃষ্টি। এদিন প্রায় ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পুরো সময় না হলেও ম্যাচের যেকোনো সময়ে বৃষ্টি হানা দিতে পারে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন