০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



হায়দার আকবর খান রনো আর নেই

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ মে, ২০২৪, ০৮:৩৫ এএম
হায়দার আকবর খান রনো আর নেই


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ,   বীর মুক্তিযোদ্ধা  হায়দার আকবর খান রনো আর নেই। শুক্রবার (১০ মে) দিবাগত রাত ২ টা ৫ মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার গণমাধ্যমকে এই তথ্য জানান।

জলি তালুকদার বলেন, ‘প্রবীণ বামপন্থী নেতা রনো তার ধানমন্ডির বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।’

হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ছাত্র থাকাবস্থায় কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডে সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫সাল পর্যন্ত তিনি  ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ সালে তিনি সরাসরি শ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়েন।

হায়দার আকবর খান রনো রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকী সাহিত্য ও বিজ্ঞানের ওপরও অনেকগুলো বই লিখেছেন। তিনি ২০২২ সালে মর্যাদাপূর্ণ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন।



আরো পড়ুন